নিজস্ব সংবাদদাতাঃ বিহারে বিষ মদের জেরে হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। শোনা যাচ্ছে যে এখনও অবধি এই বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৭০ জনের। তবে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। তিনি বলেন, 'বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ২০০ জনেরও বেশি মানুষের। সত্যকে চাপা দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত না করেই শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। পরিবারের উপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে, মদ খেয়ে মৃত্যু হয়েছে বলে বলবেন না, নইলে তাদের জেলে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর নীরবতা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সমর্থন করছে।'