জ্বালানির দাম বৃদ্ধি, বিক্ষোভে উত্তাল জর্ডানে গ্রেফতার ৪৪

author-image
Harmeet
New Update
জ্বালানির দাম বৃদ্ধি, বিক্ষোভে উত্তাল জর্ডানে গ্রেফতার ৪৪


নিজস্ব সংবাদদাতা: জ্বালানির ক্রমবর্ধমান দাম বৃদ্ধির ফলে উত্তাল হয়ে উঠছে জর্ডান। জর্ডানের জনগণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ চলাকালীন এক পুলিশ কর্তাকেও গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Jordan blocks TikTok after cop killed in protests over fuel hikes | The  Times of Israel

 এই পরিস্থিতিতে এবার ৪৪ জন বিক্ষোভকারীকে গ্রেফাতার করেছে জর্ডানের নিরাপত্তা সংস্থা। সহিংসতা বৃদ্ধির অভিযোগে তাদের আদালতে তোলা হবে।