নিজস্ব সংবাদদাতাঃ দেশ এখন শীতে কাঁপছে। উত্তর ভারতের কিছু জায়গায় রীতিমত শৈত্য প্রবাহ চলছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কুলু-মানালি সহ হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় বরফও পড়ছে। পূর্ব ভারতেও জাঁকিয়ে পড়েছে শীত। কিন্তু মুম্বইয়ে এই শীতকালেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশী। এর মধ্যে আইএমডি জানাল, গতকাল শুক্রবার দেশের সবচেয়ে উষ্ণতম স্থান ছিল মুম্বইয়ের সান্তাক্রুজ। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশে যাই হোক, মুম্বইয়ে কিন্তু এখন রীতিমত গ্রীষ্মকাল।