New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরার মাদপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামই এলো না ৪০ টি আদিবাসী অধ্যুষিত পরিবারের। শুরু জল্পনা। দোতলা, তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানদের নাম বেরোচ্ছে, সেখানে ত্রিপল টাঙানো, মাটির বা খড়ের চাল যাদের, তাদের নাম লিস্টেই নেই। অথচ তারা বার বার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছে।এই ভাবে একটি গ্রামের প্রায় ৩০-৪০ টি আদিবাসী অধ্যুষিত পরিবার বঞ্চিত হওয়ার অভিযোগ উঠে আসছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের চৌরঙ্গী ও মাদপুর এলাকার। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ নিয়ে জলিমান্দা অঞ্চলের প্রধান লক্ষী মুর্মু হেমরম জানান, 'এই অঞ্চলের বেশিরভাগ মানুষ এসসি এসটি। অঞ্চলের ওই এলাকায় প্রায় একশোর বেশি পরিবারের মাটির বাড়ি।কিন্তু তাদের নাম লিস্টে নেই। আমরা চেষ্টা করবো যাতে তারা বাড়ি গুলি পায়।' অপরদিকে সিপিএম নেতা বিশ্বনাথ গোপ জানান, 'এলাকাবাসী বিডিও অফিসে, অঞ্চলে জানিয়েছে। কিন্তু কিছু লাভ হয়নি।সঠিক তদন্ত করে যারা প্রাপ্য তাদের দেওয়া হোক এটাই আমরা চাই।'
latestnews
abasyojona
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
westmidnapur
madpur
anmnews
news
bengal
india