নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রো চালু হচ্ছে। মেট্রো রাজধানীর বড় অংশ জুড়ে যাবে। আপাতত রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও এলাকা পর্যন্ত মেট্রোরেলের মাস র্যাপিড ট্রানজিট-৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ট্রেনটি ১৬ টি এলিভেটেড স্টেশনের সঙ্গে লাইনের একটি অংশে আগস্টে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মেট্রো লাইনটির উদ্বোধন করবেন। তিনি বলেন, 'সব ধরনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং এমআরটি লাইন-৬ বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত।'