বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোর কার্যক্রম শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে

author-image
Harmeet
New Update
বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোর কার্যক্রম শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রো চালু হচ্ছে। মেট্রো রাজধানীর বড় অংশ জুড়ে যাবে। আপাতত রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও এলাকা পর্যন্ত মেট্রোরেলের মাস র‍্যাপিড ট্রানজিট-৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ট্রেনটি ১৬ টি এলিভেটেড স্টেশনের সঙ্গে লাইনের একটি অংশে আগস্টে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মেট্রো লাইনটির উদ্বোধন করবেন। তিনি বলেন, 'সব ধরনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং এমআরটি লাইন-৬ বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত।'