নিজস্ব সংবাদদাতা: পেরুতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পেরুর রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন পেরুর জনগণ।
এই পরিস্থিতিতে এবার পদত্যাগ করলেন পেরুর শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া। এই বিষয়ে তিনি বলেন, "আমি পদত্যাগ করেছি কারণ, স্বদেশীদের মৃত্যুর কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রীয় সহিংসতা অসামঞ্জস্যপূর্ণ হতে পারে না এবং মৃত্যুর কারণ হতে পারে না"।