ইলন মাস্ককে জাতিসংঘ ও ইইউর তোপ

author-image
Harmeet
New Update
ইলন মাস্ককে জাতিসংঘ ও ইইউর তোপ

নিজস্ব সংবাদদাতাঃ টুইটারের মালিক ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তাঁকে সতর্ক করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ছয় খ্যাতনামা সাংবাদিকের বিরুদ্ধে তাঁর পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ এনে তাঁদের টুইটার থেকে বাদ দেন মাস্ক। এরপর তাঁর কড়া সমালোচনা করে জাতিসংঘ ও ইইউ। ইইউ কমিশনার ভেরা জোরোভা এক টুইটে বলেন, ‘টুইটার থেকে সাংবাদিকদের স্বেচ্ছাচারী কায়দায় বাদ দেওয়ার খবর উদ্বেগজনক।’ ইউরোপীয় আইনে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইইউ কমিশনার বলেন, ‘ইলন মাস্কের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, 'এটি এই সময়ে বিপজ্জনক নজির, যখন সারা বিশ্বে সাংবাদিকরা সেন্সরশিপ, শারীরিক হুমকিসহ আরও খারাপ পরিস্থিতি মোকাবিলা করছেন।'