নিজস্ব সংবাদদাতা : শনিবার নদিয়ায় মতুয়াগড়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় মতুয়াগড়ে জনসভা করতে চলেছেন অভিষেক। মিলন মন্দির মাঠে হবে জনসভা। ইতিমধ্যেই সেজে উঠেছে সভাস্থল। চারিদিকে রয়েছে কড়া নিরাপত্তা। নবান্নে শাহি বৈঠকের দিনই পঞ্চায়েত নির্বাচনকে পাখির নজর করে মতুয়াগড়ে জনসভা অভিষেকের।
এ প্রসঙ্গে বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেন, 'যেকোনো রাজনৈতিক দলই সভা করতে পারে। মানুষই ঠিক করবেন তারা কাকে ভোট দেবেন। জনগণের সমর্থন কোন দিকে, তা প্রমাণ হবে। '