New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ৪০ হাজারে বিক্রি হওয়া নাবালিকাকে বিহারের ৫ টি থানা ঘুরে উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ। গত ১৩ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম এলাকা থেকে নাবালিকাকে নিয়ে গিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ডেবরা থানার পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।তারপর তদন্ত এগিয়ে নিয়ে যেতেই জানা গেল যে বিহারে ওই নাবালিকাকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।
নাবালিকার খোঁজে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও ডেবরা থানার ওসি প্রনব পাত্রের নির্দেশে সাব ইন্সপেক্টর কার্তিক বসাক পুরো টিম নিয়ে পাড়ি দেয় বিহারে।পর পর পাঁচটি থানা এলাকা ঘুরে অবশেষে ওই নাবালিকাকে উদ্ধার করে কার্তিক বসাকের টিম। বিহারের পশ্চিম চম্পারণ জেলার শ্রীনগর থানা এলাকার রনপাড়া হরিজন তলা থেকে উদ্ধার হয় ওই নাবালিকা। শনিবার সকাল সাতটায় তারা পৌঁছায় ডেবরা থানায়।আজকেই ওই নাবালিকাকে আদালতে তোলার পর হোমে পাঠাবে পুলিশ।
latestnews
debrapolice
harijantala
srinagarpolice.ronpaar
kartickbasak
bengalinews
GOLGRAM
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
girl
anmnews
news
bengal
india
bihar