পেরুতে সহিংসতায় নিহত ২০, সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

author-image
Harmeet
New Update
পেরুতে সহিংসতায় নিহত ২০, সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতাঃ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুতের ফলে দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট নিরসনে জরুরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। দেশটির সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেট এবং গির্জার নেতারা শনিবার রাজধানী লিমাতে জড়ো হয়েছেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন কাস্তিলো। এরপরই গ্রেফতার করা হয় তাকে। শপথ নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে। সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এরপর তাকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।