ভেজাল মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে হল ৭০

author-image
Harmeet
New Update
ভেজাল মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে হল ৭০

নিজস্ব সংবাদদাতাঃ বিহারে ভেজাল মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে হল ৭০। সারান জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিষেধাজ্ঞা জারির পর বিহারে ভেজাল মদ্যপানে এ ধরনের ট্র্যাজেডি প্রথম। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বিধানসভায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বেআইনি অ্যালকোহল পান করে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদ্যপানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদেরও।