নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

author-image
Harmeet
New Update
নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

নিজস্ব সংবাদদাতাঃ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আজ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মুখোমুখি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বৈঠকে আসছেন না বলেই জানা গিয়েছে। তবে তাঁদের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভার স্বরাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত থাকবেন।নবান্ন সূত্রে খবর, ডিভিসির জলছাড়া, মহানন্দা ও ময়ূরাক্ষীর জলবন্টন নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। জল নিয়ে প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে নানা সময়ে জটিলতা তৈরি হয়। এছাড়াও ফ্রেট করিডোর তৈরির জমি অধিগ্রহণের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। শিল্প বিকাশ-সহ যোগাযোগের ক্ষেত্রে এই করিডোর আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এছাড়া বিদ্যুতের গ্রিড ও আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে জালনোট ও মাদক চোরাচালান-সহ সবধরণের অপরাধ মোকাবিলার বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুকে তুলে ধরা হতে পারে, যেখানে পরিষদের সদস্য রাজ্যগুলোর পারস্পরিক সমন্বয়ের উপরে জোর দেওয়া হবে ৷