তেলঙ্গানা অগ্নিকাণ্ডে ২ শিশুসহ ৬ জন নিহতঃ পুলিশ

author-image
Harmeet
New Update
তেলঙ্গানা অগ্নিকাণ্ডে ২ শিশুসহ ৬ জন নিহতঃ পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণপুর থানার অন্তর্গত ভেঙ্কটপুর গ্রামে। মাঞ্চেরিয়াল এসিপি বি তিরুপতি রেড্ডি বলেন, 'পদ্মা ও তার স্বামী ওই বাড়িতে থাকতেন। দু'দিন আগে মনিকা (এক ভাগ্নি), তার দুই সন্তান ও এক আত্মীয় বাড়িতে আসে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে মোট ছয়জন লোক উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ, প্রতিবেশী দেখতে পান যে বাড়িটিতে আগুন জ্বলছে।' রেড্ডি বলেন, "ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি দল। আগুনে বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় ছয়জন লোক বাড়ির ভিতরে ছিল।" পুলিশ জানিয়েছে, তারা একটি মামলা দায়ের করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।