নিজস্ব সংবাদদাতাঃ অ্যাঞ্জেলিনা জোলি ২০ বছরেরও বেশি সময় ধরে মানবিক কাজ করার পর জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করছেন। ইউএনএইচসিআর-এর বিবৃতিতে বলা হয়, 'বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের অধিকার ও সুরক্ষার পক্ষে জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে ২০ বছরেরও বেশি সময় ধরে নিবেদিত ও প্রতিশ্রুতিবদ্ধ কাজ করার পর, অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তার ভূমিকা থেকে সরে আসছেন মানবিক ও মানবাধিকার বিষয়ক বৃহত্তর পরিসরে কাজ করার জন্য।