নিজস্ব সংবাদদাতাঃ কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া 'সূর্য কিরণ' সালঝান্ডির নেপাল আর্মি ব্যাটল স্কুলে শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন এবং উভয় সেনাবাহিনী ভারত ও নেপালের সামরিক সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে মিছিল করার মধ্য দিয়ে এই মহড়া শুরু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় সেনার অভিজাত গোর্খা রেজিমেন্ট থেকে গোর্খা ব্যাটেলিয়ন এই মহড়ায় অংশ নিচ্ছে।