নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখন্ডের রাজ্য ক্রীড়া মন্ত্রী অরবিন্দ পাণ্ডে পৌঁছে গেলেন ভারতীয় মহিলা হকি দলের সদস্য বন্দনা কাতারিয়ার বাড়ি। এদিন বন্দনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রীড়া মন্ত্রী। তিনি জানান, 'বন্দনা উত্তরাখন্ড এবং সমগ্র দেশের জন্যে গর্ব। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আমরা সবাই বন্দনার ফিরে আসার অপেক্ষা করছি। সরকার বন্দনার জন্যে অনেক কিছু করতে চায়'।