নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশেঙ্কো জানিয়েছেন, শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের জ্বালানি কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের আরেকটি তরঙ্গ। গোলা-গুলি অব্যাহত রয়েছে।" দেশের কিছু কিছু জায়গায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিভ্রাট ঘটবে বলেও জানান তিনি।