নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। ৩ সপ্তাহ পিছিয়ে গেল শুনানি। বহাল রইলো রাজ্যের বিরোধী দলনেতার রক্ষাকবচ।তিন সপ্তাহ পর নির্দিষ্ট বেঞ্চে আবেদনের নির্দেশ। শুভেন্দুর বিরুদ্ধে মামলা করার আবেদন অতটা জরুরী নয় বলে রাজ্যের আবেদনের প্রেক্ষিতে মন্তব্য করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে মামলা করা যাবে না -এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গতকালই সেই মামলা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।