New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে থাকা ১৮ জন তৃণমূল কাউন্সিলারকে নিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর জেলা পরিষদের MKDA -এর সভাকক্ষে বৈঠক করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'আমরা ১৮ জনের সঙ্গে এবং ফোনে দুয়েক জনের সঙ্গে কথা বলেছি, সকলের কথা শুনেছি। তারা বললেন তারা দলের উচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছেন। আমরাও জেলা নেতৃত্বের তরফে সমস্ত বিষয়টি আমাদের রাজ্য নেতৃত্বকে জানাব। এরপর দলের রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সকলেই তা মেনে নেবো। তবে ততদিন পর্যন্ত সকলকেই অপেক্ষা করতে বলা হয়েছে। তবে এবিষয়ে প্রকাশ্যে কাউকে কোনো মন্তব্য করতে নিষেধ করা হয়েছে এবং কেউ কারো বিরুদ্ধে থানায় গিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ করে হয়রানি করাও পার্টি বরদাস্ত করবে না। আগামীকাল আরও একজনের কথা শোনা হবে। এরপর সমস্ত বিষয়টা আমরা জেলা নেতৃত্বের তরফে রাজ্যকে জানাব।' রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তা সকলে মেনে নেবে বলে অঙ্গীকার করেন তারা।
tmc
india
bengal
news
anmnews
bengalinews
latestnews
counsilor
ajitmaity
breakingnews
westmidnapur
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
MKDA