প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য পাক মন্ত্রীর

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য পাক মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করলেন পাকিস্তানের মন্ত্রী বিলাবল ভুট্টো। মোদীকে কটাক্ষ করে পাকিস্তানের মন্ত্রী বলেন, ''ভারতকে বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পাল্টা মুখ খোলা হয় দিল্লির তরফে। ২৬/১১-র হামলায় পাকিস্তানের ভূমিকা কী ছিল, তা গোটা বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছে ভারত। তাতেই নিজেদের ঠিক রাখতে পারেনি পাকিস্তান। গোটা বিশ্বের সামনে ২৬/১১-র হামলায় পাকিস্তানের ভূমিকা প্রকাশ পেতেই ইসলামাবাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এসবের পাশাপাশি ভারতের তরফে আরও জানানো হয়, ২০০৮ সালে ভারতে যে ভয়াবহ হামলা হয়, তার সঙ্গে জড়িত জঙ্গি জাকিউর রহমান লকভি, হাফিজ সাইদদের বিরুদ্ধে ইসলামাবাদ কোনও পদক্ষেপ করেনি। জাকিউর রহমান লকভি, হাফিজ সইদের মত জঙ্গিরা পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্রসংঘের সামনে পাকিস্তানের ভূমিকা প্রকাশ করাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে ইসলামাবাদের। তার জেরেই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করা হচ্ছে সেদেশের বিদেশমন্ত্রীর তরফে।