নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের শুনানিতে সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি জয়মাল্য বাগচির।লালন শেখকে নিয়ে মন্তব্য করেন তিনি।
সিবিআইয়ের উদ্দেশ্যে জয়মাল্য বাগচি ও বি অজয় কুমার গুপ্তার ডিভিসন বেঞ্চ বলে, একজনের মৃত্যু হয়েছে হেফাজতে।মামলার তদন্তকারী অফিসারের নাম এফআইআরে।যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর নিশ্চিত জরুরি।আত্মহত্যা বলছেন, সেটা কি স্বাভাবিক মৃত্যু? বিচারাধীন বন্দীর ওপর নজর রাখা আপনাদের কর্তব্য নয়?''