২৫ শে ডিসেম্বর কেন বড়দিন পালন হয়?

author-image
Harmeet
New Update
২৫ শে ডিসেম্বর কেন বড়দিন পালন হয়?

নিজস্ব সংবাদদাতা: বাইবেলে যিশুর জন্মতারিখের কোনও উল্লেখ না থাকলেও, প্রতি বছর ২৫ ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয়। ইতিহাস বলে ২৪ ডিসেম্বর রাতে বেথেলহেমের এক গোশালায় কুমারী মা মেরীর কোলে জন্ম হয় যিশুর। 




বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তাঁর। এমনকী অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন। তাই ২৫শে ডিসেম্বর গোটা বিশ্বে বড়দিন পালন করা হয়।