নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন করছে ভারত ও বাংলাদেশ। এদিকে বিজয় দিবস উদযাপনের জন্য কলকাতায় এসে হাজির হয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধের বীর সেনারা। ভারতীয় সেনাবাহিনীর বর্তমান শীর্ষস্থানীয়রা বাংলাদেশের যোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। চিফ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য রাখেন।