নিজস্ব সংবাদদাতাঃ শত্রুদের রুখতে ভারত সবরকমভাবে প্রস্তুত বলে জানালেন চিফ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা। কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি জানান, 'ভারত যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত এবং যুদ্ধের জন্য প্রস্তুত।' জেনারেল আরপি কালিতা কলকাতায় বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে সাফ জানান যে, প্রতিরক্ষা বাহিনী শত্রুর যে কোনও অপকর্মকে প্রতিহত করতে প্রস্তুত।