নিজস্ব সংবাদদাতাঃ আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফিফা বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে মনোনীত হয়েছেন পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক। ৪১ বছর বয়সী মার্সিনিয়াক ২০১৮ সালে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছিলেন। তার সঙ্গে যোগ দেবেন সহকারী পাওয়েল সোকোলনিকি এবং টমাস লিস্টকিউইচ। চতুর্থ কর্মকর্তা হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাথ এবং পোল্যান্ডের টোমাস কোয়াটকোস্কি ভিএআর দায়িত্বে থাকবেন। মার্সিনিয়াক সম্প্রতি ফ্রান্স এবং ডেনমার্কের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ এবং ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যে রাউন্ড অফ ১৬ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।