নিজস্ব সংবাদদাতাঃ সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম আহমেদ আবু আম্মো। গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন আহমেদ। তাঁর অপরাধের মধ্যে রয়েছে—একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়া, অর্থ পাচার, জালিয়াতি। প্রসিকিউটররা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে বলেন, 'টুইটারে চাকরি করার সুবাদে ব্যবহারকারীদের ব্যক্তিগত অনেক তথ্য জানার সুযোগ ছিল আহমেদের। তিনি প্রায় সাত বছর আগে ১ লাখ ডলার ও ৪০ হাজার ডলারের বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন।' আদালতের নথি অনুযায়ী, যে ব্যক্তি আহমেদের কাছ থেকে অর্থ ও দামি উপহারের বিনিময়ে টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন, তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।