পুনরায় ডেনমার্কের প্রধানমন্ত্রী: মেটে ফ্রেডেরিকসেনকে অভিনন্দন নরেন্দ্র মোদীর

author-image
Harmeet
New Update
পুনরায় ডেনমার্কের প্রধানমন্ত্রী: মেটে ফ্রেডেরিকসেনকে অভিনন্দন নরেন্দ্র মোদীর


নিজস্ব সংবাদদাতা: পুনরায় ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মেটে ফ্রেডেরিকসেন। তার এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


তিনি বলেন, "ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য মেটে ফ্রেডেরিকসেনকে উষ্ণ অভিনন্দন। আমি ভারত-ডেনমার্ক সবুজ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ"।

Prime Minister - Narendra Modi holds talks with his Danish Prime Minister Mette  Frederiksen in Copenhagen - Telegraph India