জাতিসংঘে ২৬/১১ মুম্বাই হামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন অঞ্জলি বিজয় কুলথে

author-image
Harmeet
New Update
জাতিসংঘে ২৬/১১ মুম্বাই হামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন অঞ্জলি বিজয় কুলথে


নিজস্ব সংবাদদাতা: চলমান জাতিসংঘের অধিবেশনে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এবার সন্ত্রাস হামলার প্রেক্ষিতে উঠে এসেছে ২৬/১১ মুম্বাই হামলার বিষয়। এই বিষয়েই এবার নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন অঞ্জলি বিজয় কুলথে। তিনি একজন নার্সিং অফিসার। ২৬/১১ মুম্বাই হামলা তিনি সামনে থেকে প্রত্যক্ষ করেছেন। তবে তিনি সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। এবার তিনি তার নিজের অভিজ্ঞতা জাতিসংঘে তুলে ধরেছেন। 

26/11 Mumbai attack: 10 years of 2008 Mumbai terror attacks: All you need  to know about the 26/11 siege that shook Mumbai

তিনি বলেন, "হামলাকারীদের মনে কোনো অপরাধবোধ বা অনুশোচনা ছিল না। তাদের বিজয়ের অনুভূতি আজও আমাকে তাড়া করে। আমরা ২৬/১১ মুম্বাই হামলার শিকার। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেক শিশু অনাত হয়েছে, আক্রমণে অনেক মানুষ আঘাত পেয়েছে। হামলার পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি"।

The conspirators of Mumbai 26/11 attacks, and where they are now