নিজস্ব সংবাদদাতা: ২০২৩ এর জি (মেইন) দুই ভাগে পরিচালিত হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রথম ভাগটি শুরু হবে ১ জানুয়ারি থেকে। দ্বিতীয় ভাগটি শুরু হবে ২ এপ্রিল থেকে।
চলতি বছর জি (মেইন) ১৩ টি ভাষায় পরিচালিত হবে। সেগুলি হল, ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু।