নিজস্ব সংবাদদাতাঃ সিনেমার শ্যুটিং চলাকালীন বিপত্তি। অভিনেতা রাজপাল যাদব তাঁর ছবির শ্যুটিংয়ের সময় স্কুটার দিয়ে স্কুল ছাত্রকে ধাক্কা মারেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের কাতরা এলাকায় চলছিল ছবির শ্যুটিং।
সেই সময়ই রাজপালের স্কুটারের সামনে চলে আসে ওই স্কুল পড়ুয়া। অভিযোগ, ব্রেক কষেও গতি নিয়ন্ত্রন করতে পারেননি অভিনেতা রাজপাল যাদব। ঘটনায় প্রয়াগরাজ এলাকার কলোনেলগঞ্জ থানায় রাজপাল যাদব সব পুরো টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।