নিজস্ব সংবাদদাতাঃ যশ দাশগুপ্তের সঙ্গে ভেঙ্কটেস ফিল্মসের প্রযোজনায় 'ও মন রে' মিউজিক ভিডিওতে কাজ করছেন মধুমিতা। গানটি গাইছেন বাংলাদেশী গায়ক তানভির ইভান। যশের সঙ্গে পুনরায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মধুমিতা জানান, "আমরা আগে এতগুলো বছর একসঙ্গে কাজ করেছি, সেটা তো মাথায় ছিল। কিন্তু নতুন ভাবে কাজ করতে গিয়ে আমরা একে অপরকে আবার নতুন করে চিনলাম।"