নিজস্ব সংবাদদাতাঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান। রাজ্যসভার সাংসদ টুইট করেন, 'খুন-সহ সব মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও তদন্ত নয়। সে যে অপরাধই করুক না কেন তার বিরুদ্ধে আর কোনো এফআইআর হবে না। তার বাড়ির বাইরে কোনও জমায়েত / লাউডস্পিকার নেই, তাকে কোনও গ্রিটিং কার্ড দেওয়া যাবে না। যখন মানুষ বছরের পর বছর ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করে, তখন এটি কলকাতা হাইকোর্টের বিচার বিভাগের অবস্থা।'