নিজস্ব সংবাদদাতাঃ বিহারে হু হু করে বাড়ছে বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা। এদিকে সরকারের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি বিধায়করা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদরত বিজেপি বিধায়কদের একটি সমাবেশের মধ্যে দিয়ে পাটনায় রাজ্য বিধানসভায় প্রবেশ করেছেন। তবে সৌজন্যের রাজনীতিও দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভরত কয়েকজন বিধায়কের সঙ্গে হেসে হেসে কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আরেক বিধায়কের পিঠ অবধি চাপড়ান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিষ মদ ভক্ষণের জেরে বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।