চা শ্রমিকদের ঘর তৈরির গুনগত মান নিয়ে উঠছে প্রশ্ন

author-image
Harmeet
New Update
চা শ্রমিকদের ঘর তৈরির গুনগত মান নিয়ে উঠছে প্রশ্ন



সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ এবার চা সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের ঘর তৈরির গুনগত মান নিয়েই প্রশ্ন উঠল। এই প্রকল্পে নিম্ন মানের কাজ হচ্ছে বলে খোদ অভিযোগ তুললেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী। আলিপুরদুয়ারের বন্ধ মুজনাই চা বাগানে শনিবার চা সুন্দরী প্রকল্পে ঘর নির্মানের কাজ পরিদর্শনে যান। সেখানেই শাসক দলের জেলা সভাপতি এই অভিযোগ করেন। শাসক দলের জেলা সভাপতির এই ঘোষণায় ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে জেলা জুড়ে । যদিও বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চায়নি আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। আবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার জেলায় চারটি চা বাগানে ঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়। যারমধ্যে মুজনাই, ঢেকলাপাড়া ও তোর্সা চা বাগানে ঘর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সূত্রের খবর, মুজনাইতে এই তৈরির কাজের মান নিয়ে কিছুদিন ধরেই দলের জেলা শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ আসছিল। শনিবার সেখানে যান তৃণমূলের জেলা সভাপতি।