নিজস্ব সংবাদদাতা : বায়ু দূষণে দিল্লিকে টেক্কা দিল কলকাতা। শীতের আগমন ঘটতে না ঘটতেই খারাপ হচ্ছে বায়ুর মান। ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার বায়ুর গুণমান ''খারাপ থেকে" "খুব খারাপের" মধ্যে ঘোরাফেরা করেছে।
যার অর্থ,বায়ুর মান ২০১ থেকে ৩০০ (খারাপ) ও ৩০১ থেকে ৪০০ (খুব খারাপ)।ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর পরিসংখ্যানে এমন তথ্যেরই উল্লেখ করা হয়েছে।