নিজস্ব সংবাদদাতাঃ চীনে গত মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন শহর ও প্রদেশে লকডাউন দিলেও রোধ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র পরিচালক বলেন, 'দেশটির সরকার শূন্য কোভিড নীতি থেকে সরে আসার আগেই সংক্রমণের বিস্ফোরণ ঘটে চীনে।' যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী বিষয়ক পরিচালক মাইক রায়ান এর আগে বিশ্বের দ্বিতীয় ধনী দেশটিতে ভ্যাকসিন বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছিলেন। মাইক রায়ান বলেন, 'চীনে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই নিবিড়ভাবে ছড়িয়ে পড়েছিল ভাইরাস। এই মুহূর্ত রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।'