জাতিসংঘে মিয়ানমার জান্তা ও তালেবান সরকারের প্রতিনিধিত্ব আবার আটকে গেল

author-image
Harmeet
New Update
জাতিসংঘে মিয়ানমার জান্তা ও তালেবান সরকারের প্রতিনিধিত্ব আবার আটকে গেল

নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারের সামরিক সরকার ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের জাতিসংঘে দূত নিয়োগের বিষয়টি দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। অবশ্য পরবর্তী ৯ মাসের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির প্রতিবেদনে একথা বলা হয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে আগামীকাল শুক্রবার প্রতিবেদনটির অনুমোদন দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের ৯ সদস্যের এই ক্রেডেনশিয়াল কমিটিতে রয়েছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। লিবিয়ার বিরোধী দুই পক্ষের প্রতিনিধিত্বের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণও পিছিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দেওয়ায় বর্তমান দূতরাই দেশগুলোর প্রতিনিধিত্ব করে যাবেন বলে কূটনীতিকেরা জানিয়েছেন। মিয়ানমার জান্তা ও তালেবান প্রশাসনের প্রতিনিধিকে জাতিসংঘের গ্রহণ করার মানে হবে আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি দেওয়ারই একটি ধাপ। এ দুটি সরকার সেটাই চেয়ে আসছে।