সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে পালিত হল রাজবংশী একতা দিবস। রাজগঞ্জের ফুলবাড়ি-২ নং গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়িতে এই অনুষ্ঠান হয়। ভারতের জাতীয় পতাকার পাশাপাশি রাজবংশীদের পতাকা উত্তোলন করা হয়। মুলত রাজবংশীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই দিনটিকে পালন করে রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, মতিন চন্দ্র রায় প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন রাজবংশী সম্প্রদায়ের নতুন প্রজন্মকে সংঘবদ্ধ করে রাজবংশী কৃষ্টি, সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরাই লক্ষ্য।