নিজস্ব সংবাদদাতাঃ দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা। প্যারিসে ইউক্রেনিয়ান পিপল কনফারেন্সে অংশ নিয়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই ঘোষণা দিয়েছেন। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, 'রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর ওপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। কানাডার এই তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে। বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে।'