নিজস্ব সংবাদদাতা : বগটুই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর পর তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিআইডির নজরে এবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম। বৃহস্পতিবার দ্বিতীয়বার তদন্তে আসছে ফরেন্সিক দল।
শাওয়ার পাইপ থেকে শৌচাগারের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা, সবটাই পরীক্ষা করে দেখা হবে বলে জানা যাচ্ছে। এত উচ্চতায় আত্মহত্যা সম্ভব কিনা তাও খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। লালনের দেহের ভার বহনের ক্ষমতা শাওয়ার পাইপের ছিল কিনা, তা জানতে সম ওজনের সামগ্রী দিয়ে পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে।