New Update
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততোই যেন রাজ্য জুড়ে হদিশ মিলছে বোমা-বারুদ সহ অস্ত্রশস্ত্রের। এবার উত্তরবঙ্গের মালদায় উদ্ধার হল প্রচুর অস্ত্রশস্ত্র। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ-সমেত ২ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে ভূতনি থানার পুলিশ। ধৃতরা হল রাম সুরত চৌধুরী ও রাজেন্দ্র মাহাতো। তারা ভূতনির গদাই চর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রাম সুরত চৌধুরী ভূতনির বাসিন্দা হলেও বর্তমানে বাস ঝাড়খণ্ডে।সেখান থেকেই উদ্ধারীকৃত অস্ত্র আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাচারের ছক ছিল কিনা, কাদের কাছে বিক্রির প্ল্যান ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।
latestnews
jharkhand
bengalinews
breakingnews
importantnews
northbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
arms
anmnews
panchayetvote
bhutnipolice
rajemdramahato
ramsuratchoudhuri
news
nhutni
malda
election
bengal
india