দিঘা ও তার পারিপার্শ্বিক এলাকা পরিদর্শন সেচমন্ত্রীর

author-image
Harmeet
New Update
দিঘা ও তার পারিপার্শ্বিক এলাকা পরিদর্শন সেচমন্ত্রীর



দিগ্বিজয় মাহালী: পর্যটন শহর দিঘা ও তার পারিপার্শ্বিক এলাকায় গত সোমবার পৌঁছে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার সঙ্গে ছিলেন মন্ত্রী অখিল গিরিও। বেশ কিছুক্ষণ মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয় তাদের। ভাঙন সমস্যায় জর্জরিত দিঘার মোহনা উপকূল। প্রতি অমাবস্যা, পূর্ণিমা কোটাল-সহ প্রতিকূল আবহাওয়া তৈরি হলে বিপদের প্রমাদ গুনতে হয় স্থানীয় শুঁটকি পট্টির মৎস্যজীবীদের। জোয়ার ভাসিয়ে নিয়ে যায় তাদের বাসস্থান। ক্ষতি হয় কাজের। কুণাল ঘোষ এলাকায় যাওয়া মাত্রই সেই সমস্ত পরিস্থিতির কথা তার সামনে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। এরপরই রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। ১৫ দিনের মধ্যে সেচমন্ত্রী এলাকা পরিদর্শন করবেন বলে আশ্বাস দেন তিনি। সেইমত বিশেষ সময় নষ্ট না করে বুধবারই সেখানে হাজির হন সেচমন্ত্রী। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।