আসানসোলে উত্তেজনা, পুলিশের অনুমতি ছিল না বলে জানা যাচ্ছে

author-image
Harmeet
New Update
আসানসোলে উত্তেজনা, পুলিশের অনুমতি ছিল না বলে জানা যাচ্ছে


হরি ঘোষ: আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে কম্বল বিতরণ ঘিরে হুড়োহুড়ি। পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই ঘটনায় ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এদিন রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণের অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারি। প্রথমে কিছু কম্বল বিতরণ করেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর কম্বল বিতরণ করার সময় হুড়োহুড়ি শুরু হয়। এরপর পদদলিত হয়ে কয়েকজন গুরুতর আহত হয়। তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে আরেকজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে ৪ জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পুলিশের অনুমতি ছিল না বলে জানা যাচ্ছে।