নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের ১৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মেঘালয়ের উমরোইতে ভারত-কাজাখস্তানের যৌথ প্রশিক্ষণ মহড়া "কাজিন্দ-২২" এর ৬ষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাজাখস্তান সেনাবাহিনীর সঙ্গে যৌথ বার্ষিক প্রশিক্ষণ অনুশীলনটি বছর পাঁচ আগে নেওয়া যৌথ সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছিল।
ক্রমে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। ১১ গোর্খা রাইফেলসের আঞ্চলিক কমান্ড, দক্ষিণ ও ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের নিয়ে গঠিত কাজাখস্তান সেনাবাহিনীর জওয়ানরা এই মহড়ায় অংশ নেন। এই মহড়ার উদ্দেশ্য হল ইতিবাচক সামরিক সম্পর্ক গড়ে তোলা, সামরিক আদান-প্রদান এবং আন্তর্জাতিক সরে শান্তি স্থাপনের প্রয়াস। (https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883520)