ফিরে দেখা ২০২২: আন্তর্জাতিক জগতের ২০২২

author-image
Harmeet
New Update
ফিরে দেখা ২০২২: আন্তর্জাতিক জগতের ২০২২

নিজস্ব সংবাদদাতা: প্রায় শেষ ২০২২। চলতি বছর অনেক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক জগত। দেখা নেওয়া যাক এই বছরের বিশেষ কিছু ঘটনাগুলিকে। 


এই বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। যুদ্ধে নিহত হন অনেক সাধারণ মানুষ। 


করোনার পর মহামারীর রূপ নেয় মাঙ্কিপক্স। লন্ডনে প্রথম ধরা পরে মাঙ্কিপক্স।


চলতি বছর বর্ষায়  বন্যায় প্লাবিত হয় পাকিস্তান। বন্যার ফলে প্রাণ যায় অনেকের।



 অন্যদিকে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর  ওপর হামলা চালায় দেশবাসীরা। 







আশ্চর্যজনকভাবে, জাপানের প্রাক্তন রাষ্ট্রপতি শিনজো আবে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নিহত হন। সন্দেহভাজন তেতসুইয়া ইয়ামাগামিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।



৭০ বছরের রাজত্বের পর মৃত্যু হয় দ্বিতীয় এলিজাবেথের।  ৮ ই সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। তাঁর পর ব্রিটেনের রাজা হন প্রিন্স চার্লস।



২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ব্যাপক বেসামরিক অস্থিরতা ও বিক্ষোভ দেখা দেয়। জানা যায়, আমিনিকে ইরানের নৈতিকতা নীতি লঙ্ঘন করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের জন্য হেফাজতে থাকাকালীন পিটিয়ে  খুন করা হয় বলে অভিযোগ। 



যুক্তরাজ্য ঋষি সুনাককে তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে। তিনি প্রথম ব্রিটিশ এশীয় ও হিন্দু যিনি এই পদে অধিষ্ঠিত হন। 


 



ইলন মাস্ক টুইটারের সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন নীতি প্রবর্তন করেন ।