নিজস্ব সংবাদদাতাঃ সংসদে অধিবেশন চলাকালীন হঠাতই মেজাজ হারিয়ে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। আসলে বুধবার বিহারের চাপড়া জেলায় বিষাক্ত মদের কারণে মৃত্যুর ঘটনায় বিরোধীরা যখন হইচই শুরু করে, তখন বিহার বিধানসভার অধিবেশন চলাকালীন মেজাজ হারিয়ে ফেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিরোধী দলীয় নেতা বিজয় কুমার সিনহা বিষ মদের কারণে মৃত্যুর বিষয়ে প্রশ্ন তোলার পরে কুমার তার মেজাজ হারিয়ে ফেলেন। এই ভিডিওতে বিহারের মুখ্যমন্ত্রীকে বিরোধী দলের সদস্যদের চুপ করে থাকতে বলায় চিৎকার করতে দেখা যায়।