জাতীয় টিকাদান কর্মসূচিতে সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হবে : NTAGI প্রধান

author-image
Harmeet
New Update
জাতীয় টিকাদান কর্মসূচিতে সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হবে : NTAGI প্রধান

নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের মাঝামাঝি জাতীয় টিকাদান কর্মসূচিতে সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হবে। এমনটাই জানালেন NTAGI চেয়ারপার্সন ডক্টর এন কে অরোরা। তিনি জানান, জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে ৯-১৪ বছর বয়সী মেয়েদের সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে দেশীয়ভাবে তৈরি হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (HPV) চালু হবে ভারতে।





CERVAVAC ভ্যাকসিনটি আগামী বছরের এপ্রিলে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) দ্বারা চালু হতে পারে এবং বাজারে উপলব্ধ আন্তর্জাতিক ভ্যাকসিনগুলির তুলনায় এটি অনেক কম দামে পাওয়া যাবে বলে জানান সরকার ও নিয়ন্ত্রক বিষয়ক এসআইআইের পরিচালক প্রকাশ কুমার সিং।এইচপিভি নিয়ে দক্ষিণ এশিয়ার বৈঠকের ফাঁকে একথা বলেছেন তিনি।