Breaking : পশ্চিম দিল্লির গাড়ির ধাক্কা থেকে বিবাদ, খালে মিলল ব্যক্তির গলা কাটা দেহ
১লা থেকে নতুন নিয়ম: ATM ফি, রেল টিকিট, এলপিজি দাম ও আরও বিভিন্ন ক্ষেত্রে বিরাট পরিবর্তন"
“নেতৃত্ব নয়, ব্যর্থতা”— ১০০ দিনের মাথায় ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস
অটারি থেকে পাকিস্তানে ফিরে যেতে চান ভারতীয় মহিলা, সরকারের কাছে আবেদন
ট্রাম্প : 'অল্প সময় দিন', মার্কিন অর্থনীতির সঙ্কোচন নিয়ে আলোচনা
পহেলগাঁও হামলা নিয়ে মার্কিন সিনেটরের সঙ্গে আলোচনা করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. জয়শঙ্কর
জেলে থেকেও একাধিক হামলা ও আলোচনার অংশ হাফিজ সাঈদ, এবার ভারতের জবাব থেকে বাঁচাতে নিরাপত্তায় জোরদার
বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত— তদন্ত চাঞ্চল্যকর তথ্য
ফের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা— কখন থেকে শুরু হবে? জানুন

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ ঠেকাতে পদক্ষেপ

author-image
Harmeet
New Update
আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ ঠেকাতে পদক্ষেপ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আবাস যোজনার তালিকায় দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার সেই অভিযোগ ঠেকাতে মাঠে নামল জেলা থেকে মহকুমা প্রশাসনিক আধিকারিকেরা। তালিকা ধরে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ে গিয়ে চক্ষু চড়ক গাছ জেলা থেকে মহকুমা আধিকারিকদের। তালিকাভুক্তদের কারও একতলা তো আবার কারও দোতলা পাকা বাড়ি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একের পর এক দুর্নীতির চিত্র সামনে এসেছে। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই অথচ যাদের একতলা, দোতলা পাকা বাড়ি তাদের নাম রয়েছে তালিকায়। এমনকি যাদের বাড়িতে এসি রয়েছে, গাড়ি রয়েছে তাদেরও নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়।

কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় বিধি নিষেধ মেনে তথ্য যাচাইয়ে গিয়ে জেলায় জেলায় এমনই ভুরিভুরি অভিযোগ সামনে আসছে। এবার সেই অভিযোগ ঠেকাতে মাঠে নামল জেলা থেকে মহকুমা প্রশাসনিক আধিকারিকরা। তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোনাইয়া ও ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস আবাস প্লাসের তালিকা ধরে দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০ টিরও বেশি বাড়ি পরিদর্শন করেন।আবাস প্লাসের তালিকা ধরে বাড়ি বাড়ি পরিদর্শন করতে গিয়েই চক্ষু চড়কগাছ এইসমস্ত প্রশাসনিক আধিকারিকদের।দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর ২ নং অঞ্চলের ধর্মা এলাকায় আবাস প্লাসের তথ্য অনুযায়ী, বাড়ি পরিদর্শন করতে গিয়ে দেখেন কোনও কোনও তালিকাভুক্তদের রয়েছে দ্বিতল বাড়ি, এমনকি সেই বাড়িতেও লাগানো রয়েছে এসি।আর ওইসব বাড়ি মালিকেরই নাম রয়েছে আবাস যোজনা তালিকাতে।

ওইসব এলাকা পরিদর্শনের পর তালিকাভুক্তদের পেল্লাই পাকা বাড়ির খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে।পাশাপাশি যাদের একচিলতে মাটির বাড়িতে বসবাস এমন দরিদ্র পরিবারগুলির বাড়িও পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।এবিষয়ে ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও আবাস যোজনার তালিকা তৈরির কাজ যাতে স্বচ্ছতার সাথে হয়, সবদিক খতিয়ে দেখা হবে বলেই মত পরিদর্শনে যাওয়া আধিকারিকদের।