নিজস্ব সংবাদদাতা: ইলন মাস্কের দখল থেকে বেরিয়ে গেল বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান। সেই শিরোপা পরলেন লুই ভিটনের কর্তা বার্নার্ড আরনল্ট। বর্তমানে ইলন মাস্কের নেট ওয়ার্থ প্রায় ১৩.৫৫ লক্ষ কোটি টাকা(১৬৪ বিলিয়ন ডলার)। অন্যদিকে বার্নার্ড আর্নল্টের নেট ওয়ার্থ ১৪.১২ লক্ষ কোটি টাকা(১৭১ বিলিয়ন মার্কিন ডলার)। বিশেষজ্ঞদের মতে ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযানের ব্যবসার থেকেও বর্তমানে সোশ্যাল মিডিয়া(টুইটার)-তেই বেশি মনযোগী ইলন মাস্ক। এই আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনে। সেই কারণে টেসলার মতো সংস্থার শেয়ার বেচে দিচ্ছেন তাঁরা। কমছে স্টকের দর। সেই কারণেই ইলন মাস্কের নেট ওয়ার্থে এত বেশি পতন।