নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ জেতার স্বপপূরণের আর মাত্র একধাপ বাকি আর্জেন্টিনার। ৩-০ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে গেল মেসির দল। ক্রোয়েশিয়ার কোচ ডালিক লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করেছেন। ডালিক বলেন, 'মেসিকে নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। বিশ্বের সেরা খেলোয়াড় তিনি। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখতে পাচ্ছি।' এছাড়াও ডালিক ক্রোয়েশিয়ার ম্যানেজার হিসাবে তার ভবিষ্যত সম্পর্কে নিজের মতামতও জানিয়েছেন এদিন।